হালাকু খানের বাগদাদ আক্রমণের কারণ ও ফলাফল এবং এর ধ্বংসের ইতিহাস জানুন
অনেকে জানতে চায় হালাকু খানের বাগদাদ আক্রমণের কারণ ও ফলাফল সম্পর্কে। আসলে আব্বাসীয় খেলাফতের পতন হয়েছিল এই হালাকু খানের আক্রমণের কারণে। চলুন, কিভাবে হালাকু খান বাগদাদ ধ্বংস করেছিল সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
বাগদাদ নগরী সবচাইতে সৌন্দর্যে ভরপুর ছিল কিন্তু খলিফার অবহেলার কারণে হালাকু খান এই অঞ্চলকে ধ্বংস করে দেয়। তাই হালাকু খানের বাগদাদ আক্রমণের কারণ ও ফলাফল সম্পর্কে জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
পোস্টসূচিপত্রঃহালাকু খানের বাগদাদ আক্রমণের কারণ ও ফলাফল এবং এর ধ্বংসের ইতিহাস জানুন
হালাকু খানের বাগদাদ আক্রমণের কারণ ও ফলাফল
বাগদাদ নগরী বিখ্যাত ছিল কিন্তু হালাকু খান আক্রমণ করেন। তাই হালাকু খানের বাগদাদ আক্রমণের কারণ ও ফলাফল সম্পর্কে জানা প্রয়োজন। চলুন, হালাকু খান কিভাবে এই বাগদাদ আক্রমণ করেছিলেন সেটা সম্পর্কে বিস্তারিত জানা যাক।
হালাকু খান তিনি বাগদাদ নগরী ধ্বংস করেছিলেন এর পিছনে কিছু কারণ ছিল। তিনি খলিফা আল মোসতাসিম বিল্লাহ কে আত্মসমর্পণ করতে বলেছিল কিন্তু খলিফা আত্মসমর্পণ করেনি। এ জন্য হালাকু খান রাগান্বিত হয়ে যায় এবং বাগদাদ নগরী ধ্বংস করে দেয়। তবে এই বাগদাদ নগরী আক্রমণ করার পিছনে আরো কিছু কারণ রয়েছে। আব্বাসীয় খলিফা মোস্তাসিম বিল্লাহ এর কিছু সম্প্রদায়ের মধ্যে যখন গোল যোগাযোগ সৃষ্টি হয় সে ক্ষেত্রে খলিফা তার পুত্রকে আদেশ দিয়েছিলেন যে শিয়াদেরকে ধ্বংস করে দাও। যার কারণে শিয়া মন্ত্রী জেনেছিলেন খলিফার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য হালাকু খানকে বাগদাদ আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
তাছাড়াও হালাকু খান কিছু গুপ্ত ঘাতক সম্প্রদায় কে নির্মল করার জন্য মুস্তাসিম বিল্লাহ খলিফার কাছে সাহায্য প্রার্থনা করেছিল কিন্তু খলিফা সেটা শুনিনি বা তার আবেদন গ্রহণ করে নাই। তাছাড়াও রাজনৈতিক ও সামরিক অরাজকতা সৃষ্টি করার কারণে এই সমস্যা সৃষ্টি হয়। মূলত খলিফা অবহেলা করেছিল দায়িত্ব পালনে সে ক্ষেত্রে হালাকু খান রাগান্বিত হয়ে যায় এবং বাগদাদ নগরীকে ধ্বংস করার পায়তারা করে। হালাকু খান ১২৫৮ খ্রিস্টাব্দে বাগদাদ নগরী অবরোধ করেছিল। তার সেনাবাহিনী ধ্বংস শুরু করেছিল।
পরবর্তীতে হালাকু খান এইভাবে যখন বাগদাদ নগরী ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। সে ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ শুরু করে, এতে খলিফা ভয় পেয়ে যায় পরবর্তীতে খলিফা আত্ম রক্ষা করে প্রাণভিক্ষের জন্য আবেদন করে। তবে এক্ষেত্রে তিনি আশ্বাস দিয়েছিল এবং নগরবাসীকে অস্ত্র ত্যাগ করার জন্য বলে খলিফা তখন তার নগরবাসীকে অস্ত্র ত্যাগ করতে বলে এবং পরবর্তীতে হালাকু খান বিশ্বাসঘাতকতা করে তার সেনাবাহিনীরা, নিরস্ত্র মানুষদেরকে হত্যা করে। এই হত্যাকাণ্ডে প্রায় ২০ লক্ষ মানুষকে করা হত্যা করেছিল। যার কারণে রক্তে লাল হয়ে গিয়েছিল নদীতে।
এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url